Song: Amare Ashibar Kotha Koiya.
Singer: Fakir Shahabuddin
Amare Ashibar Kotha Koiya Bangla Lyrics
-
আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
আমার কথা নাই তোর মনে
প্রেম করছ আয়ানের সনে
শুয়াই আছ নিজ পতি লইয়া।
আমি, আর কতকাল থাকবো রাধে গো...
আমি, আর কতকাল থাকবো রাধে
দুয়ারে দাঁড়াইয়া...???
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
দেখার যদি ইচ্ছা থাকে
আইস রাই যমুনার ঘটে,
কাল সকালে কলসি কাঁখে লইয়া।
আমি জলের ছায়ায় রুপ হেরিবো গো...
আমি জলের ছায়ায় রুপ হেরিবো
কদম ডালে বইয়া...
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
নারী জাতির এমন রীতি
বুঝেনা পুরুষের মতি
সদাই থাকে ঘুমানো করিয়া।
তুমি তুচ্ছ নারী রূপের বড়াই গো...
তুমি তুচ্ছ নারী রূপের বড়াই গো...
রাঁধা ভ্রমণে যায় কইয়া.
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
আমারে আসিবার কথা কইয়া,
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
আমারে আসিবার কথা কইয়া,
মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।
0 Comments